বিআরডিবি মানিকগঞ্জ জেলার বিভাগীয় কর্মপ্রয়াসের অংশ হিসেবে চলমান কর্মসূচি/প্রকল্পসমূহঃ আবর্তক কৃষি ঋণ, অংশীদারিত্বমুলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ (পিআরডিপি-৩), সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচি (সদাবিক), পল্লী প্রগতি প্রকল্প, মহিলা কেন্দ্রীয় উন্নয়ন সমিতি (মবিকেউস), পল্লী দারিদ্র্য বিমোচন কর্মসূচি (পদাবিক), দুপউস. দুএদাবি, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের কর্মসংস্থান, আদর্শগ্রাম-২ প্রকল্প এবং গুচ্ছগ্রাম প্রকল্প। চলতি ২০১৮-২০১৯ আর্থিক বছরে উল্লেখিত কর্মসূচি/প্রকল্পসমূহের আওতায় সমিতি গঠন/সক্রিয়করণের লক্ষ্যমাত্রা-৪৮টির বিপরীতে ০টি, সদস্যভর্তি ৭৩৫জনের বিপরীতে ২৫জন, সঞ্চয় জমা ১৬.৮৫লক্ষ টাকার বিপরীতে ০.৪৫লক্ষ টাকা, শেয়ার জমা ৩.৮০ লক্ষ টাকার বিপরীতে ০.২০লক্ষ টাকা। চলতি বছরে ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ২৬৪৪.৭৬ লক্ষ টাকা, জুলাই/১৮ মাসে বিতরণ ৭৪.৩৬ লক্ষ টাকা। জুলাই/১৮ মাসে ঋণ আদায় ১৪৬.৫২লক্ষ টাকা। এছাড়া অংশীদারিত্বমুলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ (পিআরডিপি-৩)-এর আওতায় চলতি অর্থবছরে ক্ষুদ্র অবকাঠামো উন্নয়নসহ নীতিমালা অনুযায়ী অন্যান্য ক্ষুদ্র স্কীম বাস্তবায়নের সম্ভাব্য লক্ষ্যমাত্রা-৪০টি। এ জেলায় গ্রাম্য কৃষকদের মাঝে ৩৯৩টি গভীর নলকূপ, ৯৩টি অগভীর নলকূপ এবং ১টি লো লিফট পাম্প বিতরণ করা হয়েছে। ৭টি উপজেলার মধ্যে সর্বমোট ১৭টি জোড়াবাড়ি রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস